সোহরাওয়ার্দীতে এবার মহাসমাবেশের ডাক সাদপন্থিদের
বাংলাকণ্ঠ রিপোর্ট:
জুবায়েরপন্থিদের পর এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা।
যেখানে আন্তর্জাতিক ওলামা একরামদের দাওয়াত দেওয়া হবে।
এছাড়া বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে আগামী ২০ -২৫ ডিসেম্বর পাঁচ দিনের জন্য টঙ্গী ইজতেমা ময়দানে জোড় অনুষ্ঠিত হবে৷
শুক্রবার (১৫ নভেম্বর) তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অংশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিসেম্বরের ৭ তারিখ আমরা যে মহাসমাবেশের ডাক দিয়েছি এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। পুরো পৃথিবী থেকে আন্তর্জাতিক কয়েকজন ওলামা একরাম সেদিন আসবেন। ওনাদের আগমন উপলক্ষে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ সায়েম বলেন, আজকে আমাদের যে মজমাটা হয়েছে, সেটা একদিনের নোটিশে হয়েছে। হেফাজত যেমন পোলাপান ভাড়া করে নিয়ে আস সেরকম কোনো মজমা আমরা আজকে করিনি। আমাদের ৭ তারিখের প্রোগ্রামে শুধু আন্তর্জাতিক মেহমানরা বক্তব্য রাখবেন। আপাতত এটাই আমাদের কর্মসূচি।
এই মিডিয়া সমন্বয়ক আরও বলেন, এছাড়া ২০ -২৫ ডিসেম্বর পাঁচদিনের জন্য টঙ্গী ইজতেমা ময়দানে জোড় অনুষ্ঠিত হবে। যেটা ইজতেমার চল্লিশদিন আগে প্রস্তুতিমূলক একটি প্রোগ্রাম। যেটা প্রতিবছরই হয়ে থাকে। এছাড়া বাকি সব আমাদের স্বাভাবিক কার্যক্রম।
তিনি বলেন, সাত তারিখের প্রোগ্রামে আন্তর্জাতিক কোন কোন মেহমান আসছেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আমরা মেহমানদের সঙ্গে যোগাযোগ করছি। মেহমানদের নাম কনফার্ম হলে তা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।
এএ/
Share your comment :