৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ —

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ —

নিজস্ব প্রতিবেদক:
চুয়াল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় ১১ হাজার ৭৩২ জন উত্তীর্ণ হয়েছেন। বুধবার বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।


ফলাফল কমিশনের ওয়েবসাইটে (bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইলে PSC লিখে স্পেস দিয়ে 44 লিখে registration number লিখে 16222 নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে।

আগামী ৮ মে থেকে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবে কর্মকমিশন।

এই বিসিএসের মাধ্যমে ২৫টি ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়।

তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন হাজার ২৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেছিলেন দুই লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেয়া হবে।

এআর-০৩/০৪/২৪

Share your comment :