আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে ঢামেকে সমন্বয়ক হাসনাত

আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে ঢামেকে সমন্বয়ক হাসনাত

বাংলাকণ্ঠ রিপোর্ট:
রাজধানীর আব্দুল গণি রোডের সচিবালয়ে সামনে আনসারদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ঢামেক হাসপাতালে পুলিশ জানিয়েছে, সচিবালয়ের সামনের ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনায় আনুমানিক ৩০ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।
এদিকে হাসপাতাল থেকে অপর একটি সূত্র জানায়, আহতদের মধ্যে ২২ জনের নাম জানা গেছে। তারা হলেন- রিয়াজ (২৫), শফিকুল (২৫), রাসেল (৩২), রায়হান (২৫), তনময় (২০), আ. কাদের (২৪), উজ্জ্বল (২৫), তাজিলুর রহমান (২৫), তুহিন (২৪), বিক্রম (২৫), তাসিন (২০), জাকির (২৫), আসিফ (২৪), শফিক শাহরিয়ার (২৫), রাকিব (২৩), রবিন (১৮), বকুল (২৮), মিনারুল (২৭), শাকিল (২১) ও সাইম শান্ত (২৩)। এছাড়া আনসার সদস্য খলিলুর রহমান (২৫) ও শিউলী (২৪)।
প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। এক পর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ে ৩ নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। তবে, তার কিছুক্ষণ পরেই আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এক পর্যায়ে টানা ১১ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখে আনসার সদস্যরা। এরপর ছাত্র-জনতার ও প্রশাসনের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সম্মিলিত প্রতিরোধের মুখে পালাতে শুরু করে আনসার সদস্যরা। প্রথমদিকে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দু’একজন করে প্রায় ৩০ জন আহত হন।
এএ/

Share your comment :