আফ্রিকায় অবৈধ অভিবাসীদের নৌকা ডুবে নিহত ১৫
বাংলাকণ্ঠ ডেস্ক:
আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় অবৈধ অভিবাসীদের বহনহারী একটি নৌকা আটলান্টিক মহাসাগরে ডুবে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী নোয়াকচটের কাছে ৩০০ জন যাত্রী বহনকারী নৌকা ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
গত ২২ জুলাই এই দুর্ঘটনা ঘটে যেখানে এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৫০ জন।
নৌকাডুবির পর ১২০ জনকে মৌরিতানীয় কোস্ট গার্ড উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খবর আল জাজিরা
বেঁচে যাওয়াদের মধ্যে ১০ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই চারটি অভিভাবকহীন শিশুকে উদ্ধার করা হয়েছে।
ইউরোপে আশ্রয় বা আরও ভালো কাজের সুযোগ খুঁজতে আফ্রিকান দেশ গুলো থেকে আসা অভিবাসীরা আটলান্টিক অভিবাসন রুটটি ব্যবহার করে থাকে। এই রুটটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুটগুলোর একটি।
অভিবাসন জরিপ সংস্থা গুলো বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ১৫ জুলাইয়ের মধ্যে ১৯ হাজার ৭০০ জনেরও বেশি লোক আটলান্টিক রুট ব্যবহার করে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে।
এএ/
Share your comment :