আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাংলাকণ্ঠ রিপোর্ট:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, শনিবার ভোরে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল ৬টা ২০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আরিচা ঘাটে হামিদুর, ধানসিঁড়ি চিত্রা এবং কাজীর হাটে খানজাহান আলী নদীতে নোঙর করে রয়েছে। কুয়াশার তীব্রতা কমে এলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এএ/

Share your comment :