আ’লীগ নিষিদ্ধের দাবির আন্দোলন যমুনা ছাড়িয়ে শাহবাগে

স্টাফ রিপোর্টার:
জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনের ব্যাপ্তি ক্রমেই বাড়ছে। শুক্রবার জুমার নামাজের পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ছাড়িয়ে রাজধানীর শাহবাগ মোড় পর্যন্ত গড়িয়েছ। আন্দোলনকারীদের আহবানে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে রাজধানীর গুরুত্বপূর্ন এ এলাকাটি।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন। তার পরপরই আন্দোলনকারীরা তার নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করেন।
শুক্রবার বিকেল ৪ টা ৪০ মিনিটের দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন তারা। সেখানে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে আগে থেকেই যমুনার সামনে অবস্থান করায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে এবং এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে স্লোগান দিতে দেখা গেছে। তাদের স্লোগান ছিল, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর।
সরেজমিন দেখা যায়, মঞ্চে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের নেতা সারজিস আলমসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত আছেন। এছাড়া মঞ্চে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও আরও কয়েকজন সক্রিয় নেতা।
আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালান করছে এনসিপি। তবে, এনসিপির নেতৃত্বে এই কর্মসূচি শুরু হলেও আরও কিছু রাজনৈতিক দল এতে যোগ দিয়েছে।
Share your comment :