আড়াই বছরের সাজা থেকে বাঁচতে ১৬ বছর পলাতক

আড়াই বছরের সাজা থেকে বাঁচতে ১৬ বছর পলাতক

বরিশাল প্রতিনিধি:
আড়াই বছরের সাজা থেকে বাঁচতে ১৬ বছর ছিলেন পালিয়ে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে।

জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের পূর্ব বয়সা গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে রনি হাওলাদারের বিরুদ্ধে ২০০৮ সালে ঢাকার ধানমন্ডি থানায় একটি মামলা হয়। ওই মামলায় রনির বিরুদ্ধে ২০১২ সালে আড়াই বছরের সাজা ঘোষণা করেন আদালত।

মামলার পর থেকে ১৬ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল রনি। অতঃপর, শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম ও আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

একইদিন গৌরনদীর সাহাজিরা গ্রামের শুশিল দেবনাথের ছেলে তপন দেবনাথকে সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তপন দেবনাথ একটি মামলায় এক বছর সাজা খাটার ভয়ে আট বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এআর-১২/০৫/২৪

Share your comment :