ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:
মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনুকে আটক করেছে ডিএমপি বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহফুজুল হক জুনু খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদিয়া (চৌধুরীপাড়া) এলাকার আব্দুর রউফের ছেলে।

এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ মোর্শেদ এলিট জানান, এক মাস আগে ঢাকার গুলশান এলাকায় উপজেলা যুবলীগ নেতা আসিফুর রহমান শাহীনকে একা পেয়ে জুনু চেয়ারম্যান ও কতিপয় অপরাধী মোবাইল ছিনিয়ে নেওয়াসহ মারধর করেন এবং নানাভাবে নাজেহালের চিত্র অনলাইনে ছড়িয়ে দেন। ওই ঘটনায় বনানী থানায় আইসিটি আইনে একটি মামলা করা হয়েছিল। পরে ওয়ারেন্টভুক্ত ওই চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম।

তিনি বলেন, ডিএমপির একটি টিম মিরসরাইয়ে অভিযান পরিচালনা করবে এমন একটি মেসেজ দেয়। কী অভিযান, কাকে গ্রেফতার করবে এ বিষয়ে কিছু বলেনি। গ্রেফতারের পর বিষয়টি খোলাসা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার ইউপি চেয়ারম্যানের নামে বনানী থানায় একটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত ১ নম্বর আসামি।

এআর-১৭/০৫/২৪

Share your comment :