ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা, নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে দেশটির বিপ্লবী গার্ডের সদর দফতরে জঙ্গি হামলায় ১১ জন ইরানি নিরাপত্তা বাহিনীসহ ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টেলিভিশন বলেন, ‘চাবাহার এবং রাস্ক শহরে জইশ আল-আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসীরা চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দফতর দখলে ব্যর্থ হয়েছে।’
জাইশ আল-আদল বলেছে, ‘তারা শিয়া অধ্যুষিত ইরানে জাতিগত সংখ্যালঘু বেলুচিদের জন্য বৃহত্তর অধিকার এবং উন্নত জীবনযাপনের পরিস্থিতি চায়। এটি সাম্প্রতিক বছরগুলোতে সিস্তান-বেলুচেস্তানে ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।’
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটিতে দীর্ঘদিন ধরেই ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সংঘর্ষ হয়। এলাকাটি আফগানিস্তান থেকে পশ্চিম এবং অন্যত্র মাদকদ্রব্য পাচারের অন্যতম ট্রানজিট রুট।
এআর-০৫/০৪/২৪
Share your comment :