কানাডায় ৬ শ্রীলঙ্কান ছুরিকাঘাতে নিহত
আন্তর্জাতিক ডেস্ক :
কানাডার রাজধানী অটোয়ায় চার শিশুসন্তান ও মাসহ ৬ শ্রীলঙ্কান ছুরিকাঘাতে নিহত হয়েছেন।ওই শিশুসন্তানদের বাবা হামলায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের কথা জানায়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছুরি হামলার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এমন ঘটনায় তিনি আতঙ্কিত। -রয়টার্স
পুলিশ জানায়, এ ঘটনায় ১৯ বছর বয়সী শ্রীলঙ্কান এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। তার নাম ফেব্রিও ডি-জয়সা। তার বিরুদ্ধে ছয়জনকে হত্যা এবং একজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
ডি জয়সা ওই পরিবারের পরিচিত ছিলেন এবং তাদের বাড়িতেই থাকছিলেন বলে জানায় পুলিশ।
নিহতদের মধ্যে রয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী। নিহত চার সন্তানের বয়স যথাক্রমে ৭ বছর, ৪ বছর, ২ বছর ও ২ মাস। ওই পরিবারের পরিচিত ৪০ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন।
অটোয়া পুলিশের প্রধান এরিক স্টাব এক সংবাদ সম্মেলনে বলেন, সম্পূর্ণ নিরীহদের সঙ্গে এ ঘটনা ঘটেছে।
এআর-৮/৩/২৪
Share your comment :