কামরাঙ্গীরচরের সিবিডি বাতিলের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল সিবিড’ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ এই বিক্ষোভের আয়োজন করে।
এসময় বক্তারা জানান, কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল সিবিড’ প্রকল্প বাতিলের দাবিতে এক লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী বরাবর জমা দেয়া হবে।
পাশাপাশি এই বিষয়ে সুধীজন, নগর পরিকল্পনাবিদদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ অসুস্থ থাকায় বিক্ষোভে অংশ নিতে পারেন নি।
কামরাঙ্গীরচরে ঢাকা সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বানিজ্য অঞ্চল পরিকল্পনাকে আইনবিরোধী, অপ্রয়োজনীয় ও অপরিণামদর্শী বলে মন্তব্য করেন বক্তারা। তারা জানান, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের লুকোচুরি কর্মকাণ্ডে কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষ উচ্ছেদ আতঙ্ক ভুগছে। বক্তারা ড্যাপ এর আওতায় নিয়ম মেনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাজি মো. নাসির, শাহ আলম, যুবনেতা সাদ্দাম হোসেন, আবু ইউসুফ, মো. আবুল হাসনাত, আবদুল করিম টিপু, ডা. রুহুল আমিন, মো. জহিরুল ইসলাম, মুফতি আবুল হাসান প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন, কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদ সভাপতিত্বে সদস্য সচিব এস এম মাওলা রেজা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে পল্টন হয়ে আবার প্রেসক্লাব এলাকায় শেষ হয়।
এআর-২/৪/২৪
Share your comment :