[pj-news-ticker]

কি কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানালেন ডিএমপি কমিশনার

বাংলাকন্ঠ রিপোর্ট:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।’

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সমাজের অধিকাংশ মানুষ নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায়, তাহলে তাদের আর্থিক কষ্ট হয়। তাই চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার ও আমার সহকর্মীদের ওপর অনেক দায়িত্ব। আমি চাঁদাবাজদের একটি হালনাগাদ লিস্ট তৈরি করছি। এই লিস্ট এক-দুদিনের মধ্যে সম্পন্ন হলে তাদের গ্রেপ্তারে অচিরেই পদক্ষেপ গ্রহণ করবো।’

মো. সাজ্জাত আলী বলেন, ‘চাঁদাবাজি একটি ামাজিক মস্যা ও অপরাধ। চাঁদাবাজি মোকাবিলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি অঙ্গ-সংগঠনকে এগিয়ে আসতে হবে। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করছে, আর এটা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’

Share your comment :