চট্টগ্রামে এস আলম কান্ডে সম্পৃক্ত বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রামে এস আলম কান্ডে সম্পৃক্ত বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

বাংলাকন্ঠ রিপোর্ট:
হাজার হাজার কোটি টাকা পাচারের দায়ে পলাতক ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়ি সরিয়ে ফেলায় অভিযুক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামকে স্থায়ী বহিষ্কারেরে দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর, দেশ ধ্বংসকারী বিতর্কিত এনামুল হক এনাম আওয়ামী লীগ আমলে একজন চাল ব্যবসায়ী হিসেবে আতাত করে রাজনীতি করেছে৷ তার কারণে বিএনপির তৃণমূল কর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।

তারা বলেন, এনামুল হক এনাম ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আ’লীগের দোসর হিসেবে কাজ করে এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার কান্ডে জড়িত ছিল। শুধু তাই না আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। সম্প্রতি এক যুবলীগ নেতার বিয়েতেও অংশ নিয়েছে।

মানববন্ধন থেকে বিএনপির মূলধারার নেতা-কর্মীদের নির্যাতন, আওয়ামী লীগকে আশ্রয় ও এস আলমের দেশদ্রোহী চক্রান্তে জড়িত থাকায় এনামুল হক এনামকে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার কান্ডে জড়িত থাকায় গত ১ সেপ্টেম্বর এনামসহ তিন বিএনপি নেতার পদ স্থগিত করা হয়। কিন্তু গত ২৫ ডিসেম্বর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে।

Share your comment :