চট্টগ্রামে বিআরটিএ’র অভিযান অব্যহত ১৬ গাড়িকে জরিমানা
বাংলাকন্ঠ রিপোর্ট
কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তারই অংশ হিসেবে মঙ্গলবার বন্দর নগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অভিযান পরিচালনা করেছে সংস্থাটির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।
এ সময় চট্টগ্রাম বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফিটনেস, রুট পারমিটবিহীন ও লাইসেন্সবিহীন ১৬টি গাড়িকে ৬০ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় চারটি প্রাইভেটকার ও এম্বুলেন্স ডাম্পিং করা হয়।
গণমাধ্যমে পাঠানো বিআরটি ‘র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অভিযানে অংশ নেন বিআরটিএ চট্টমেট্রো- ২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মেহেদী ইকবাল ও মো. আব্দুল মতিন।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ সহযোগিতা করেন।
Share your comment :