চট্টগ্রামে বিআরটি’র অভিযানে ১২ গাড়িকে জরিমানা, ডাম্পিং ১

চট্টগ্রামে বিআরটি’র অভিযানে ১২ গাড়িকে জরিমানা, ডাম্পিং ১


বাংলাকন্ঠ রিপোর্ট

চট্টগ্রামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযানে ফিটনেস, রুট পারমিট ও লাইসেন্সবিহীন ১২ গাড়িকে ৪১ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১টি ড্রাম ট্রাককে ডাম্পিং করা হয়।

মঙ্গলবার সকালে বন্দর নগরীর কাস্টমস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অংশ নেন বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন, মো. মেহেদী ইকবাল ও এনামুল হক।

বিআরটিএ কর্মকর্তা মেহেদী ইকবাল বলেন, কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক নগরীর অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

অভিযানে ফিটনেস, রুট পারমিট ও লাইসেন্সবিহীন ১২টি গাড়িকে ৪১ হাজার ২শ’ টাকা জরিমানা করার পাশাপািশ ১২ টি মামলা করা হয়। পাশাপাশি ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় ১ ড্রাম ট্রাককে ডাম্পিং করা হয়।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ সহযোগিতা করেন ।

Share your comment :