চাঁদাবাজির অভিযোগে দুই দিনে গ্রেপ্তার ৭

চাঁদাবাজির অভিযোগে দুই দিনে গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার সকালে ও বুধবার দুপুরে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন রাহাদ (২১), মো. রাজু (৩০), পারভেজ হোসেন (২৪), জাকির হোসেন (২৪) ও কামাল ভান্ডারী (৪২)। আর গতকাল দুপুরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহান মুন্সি (২৭) ও রায়হান খান (২৪)।

র‍্যাব আরও বলছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে চাঁদার সাড়ে তিন হাজার টাকা ও একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে। আর গতকাল দুপুরে র‍্যাব-১০–এর আরেকটি দল দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরিবহনে চাঁদা তোলার সময় দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির চার হাজার টাকা ও একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

র‍্যাব-১০–এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এম জে সোহেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় করতেন। তাঁদের যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

এআর-১6/০৫/২৪

Share your comment :