[pj-news-ticker]

‘জামায়াত কখনো ক্ষমতায় গেলে রাষ্ট্রের সম্পদের সুষম বণ্টন হবে’:জামায়াতে আমির

‘জামায়াত কখনো ক্ষমতায় গেলে রাষ্ট্রের সম্পদের সুষম বণ্টন হবে’:জামায়াতে আমির

বাংলাকণ্ঠ রিপোর্ট:
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দল হিসেবে তারা কখনো ক্ষমতায় গেলে রাষ্ট্রের সম্পদের সুষম বণ্টন হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় যশোরে ঈদগাহ ময়দানে জামাতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির আরও বলেন, ক্ষমতায় বসার আগে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের পায়ে চুমু খাই। আর ক্ষমতা বসেই সেই সব মানুষের কথা ভুলে যাই।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারকে উৎখাতের জন্য যারা জীবন দিয়েছে তাদের মতো যুবক যেন প্রতি ঘরে ঘরে জন্মগ্রহণ করে।
রাষ্ট্রের উন্নয়নের জন্য একটা ভালো মন লাগে উল্লেখ করে তিনি বলেন, কখনো যদি বাংলাদেশ জামায়াত রাষ্ট্র গঠনের দায়িত্ব পায়, তাহলে রাষ্ট্রের সম্পদ সুষমভাবে বণ্টন করা হবে। কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে প্রভাবশালীরা রাষ্ট্রের সব সম্পদ কুক্ষিগত করেছে। ব্যাংকগুলোকে কৌশলে ফোকলা করে ফেলেছে।
অন্তর্বর্তী সরকার সেগুলোকে মেরামত করছে এবং দেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তবে পতিত সবৈরাার সরকারের সিন্ডিকেটগুলো এখনো ভাঙতে পারেনি। শুধুমাত্র সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে।
চাঁদাবাজি নিয়ে শফিকুর রহমান, একজন চাঁদাবাজি করে পেট ভরে পালিয়েছে। আবার কেউ কেউ চাঁদাবাজি শুরু করেছে। কেউ এসে আবার চাঁদাবাজি করুক এটা আমরা চাই না।
তিনি আরও বলেন, পতিত সরকার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে শিক্ষাব্যবস্থাকে। আজ লাখ লাখ শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে কিন্তু শিক্ষার গুণগত মান বাড়েনি। তাই আমরা যদি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সর্বপ্রথম আমরা শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। যেন একজন শিক্ষিত ব্যক্তি তার শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে চাকরি নিয়ে কর্মস্থলে প্রবেশ করতে পারে।
দলের আমির বলেন, জামায়াত এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখে যেখানে রাষ্ট্রের সব মানুষই সমানভাবে অধিকার ভোগ করবে। এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু থাকবে না। সবাই রাষ্ট্রের নাগরিক। সবার জন্য সমান অধিকার থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে যুগ যুগ ধরে যেমনিভাবে বসবাস করে আসছি আগামীতেও সেভাবে বসবাস করবে দেশের মানুষ। মানুষের মানুষের কোন ভেদাভেদ থাকবে না।
এএ/

Share your comment :