জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলি, শিশুসহ আহত ৪
বাংলাকণ্ঠ রিপোর্ট:
কারবারিদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৪ জন আহত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আমিন, শফিক এবং শিশু সাজ্জান। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুলিবিদ্ধ দুইজনের অবস্থার অবনতি হলে তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।
ক্যাম্পের আশেপাশের বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ জেনেভা ক্যাম্পের ভেতর গোলাগুলি শুরু হয়। যা অন্যান্য দিনের চেয়ে ভয়ঙ্কর রূপ নেয়। হঠাৎ গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছুটাছুটি শুরু করেন। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট ও যান চলাচল থমকে যায়।
সূত্র জানায়- ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে বেশকিছু অস্ত্র ও গুলি লুট হয়। সেগুলো দিয়ে বিহারি ক্যাম্পে মাদক কারবার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করছে কয়েকটি গ্রুপ।
সূত্র আরও জানায়- ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে বুনিয়া সোহেল, গালকাটা মনু, চুয়া সেলিম, আকরাম, শাহ আলম, পিচ্চি রাজা ও কলিম জাম্বুর মাদক কারবারকে কেন্দ্র করে ভয়াবহ এ সংঘর্ষ চলছে। তবে এ সংঘর্ষ দীর্ঘদিন যাবৎ চললেও প্রশাসনের শক্ত কোনো পদক্ষেপ নেই। ফলে সংঘর্ষ দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। তবে থানায় লোকবল কম থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে।
এএ/
Share your comment :