ঢাকায় চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী

ঢাকায় চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী

বাংলাকণ্ঠ রিপোর্ট:
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চল‌ছে ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, গ্রিন প্রযুক্তিসহ মেডিকেল প্রযুক্তির প্রদর্শনীর। তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) রাজধানীর কুড়িলে আইসিসিবিতে বিইভিএমএক্স-২০২৪ এবং বিমেক্স-২০২৪ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন ক‌রেন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফ‌বি‌সি‌সিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান।

এসময় উপ‌স্থিত ছি‌লেন আকিজ গ্রুপের প‌রিচালক এবং আকিজ মোটরসের সিইও আমিনুদ্দিন, বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের (এমইআইএসএ) সভাপতি মোহাম্মদ টিপু সুলতান, বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মাদ আলী দ্বীন ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম প্রমুখ।
তিন‌ দিনব্যাপী বিইভিএমএক্স-২০২৪ প্রদর্শনীতে থাকছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি এবং বিমেক্স-২০২৪ প্রদর্শনীতে থাকছে মেডিকেল প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ল্যাব ইকুইপমেন্ট, বায়োটেকনোলজি, ডায়াগনস্টিক, ফার্মাসি, হাসপাতাল অবকাঠামো, স্বাস্থ্য সেবা আইটি সরঞ্জামসহ আরও অনেক কিছু। এতে মেডিকেল ইক্যুপমেন্ট ও টেকনোলজি, ল্যাব বাংলাদেশ, ফার্মানেক্সট বাংলাদেশ এবং ভেটহেলথ বাংলাদেশসহ বিভিন্ন সেগমেন্ট অন্তর্ভুক্ত আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এফ‌বি‌সি‌সিআই‌য়ের প্রশাসক মো. হাফিজুর রহমান ব‌লেন, এ ধরনের প্রদর্শনী আরো আগে হওয়া প্রয়োজন ছিল। প্রদর্শনীতে বিদেশি অনেক প্রতিষ্ঠান তাদের নতুন নতুন পণ্য নিয়ে অংশগ্রহণ করে। এতে দেশি-বিদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে পণ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয় হয়। এতে দেশের স্থানীয় শিল্পকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে।
তি‌নি জানান, ইলেকট্রনিক যানবাহন আমদানি ও উৎপাদনের ক্ষেত্রে বে‌শি ট্যাক্স একটি সমস্যা জানিয়েছেন। আমরা এফ‌বি‌সি‌সিআই‌য়ের পক্ষ থেকে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথা বলব এবং ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য সব ধরনের সহ‌যোগিতা করব।
এই আন্তর্জাতিক প্রদর্শনীর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে বিসিসিআই, বি‌এমসি‌সিআই, বামা, বেমা, এবিএমইএবি, মাইজেবা, বিআরটিএ, বিএমএসএস, বিএমআইএইচইডিএমএ, এএসএইচআরএই, বাংলা‌দেশ চ্যাপ্টার, বাংলা‌দেশ ভে‌টেরিনা‌রি কাউন্সিল।
প্রদর্শনীটি সব দর্শনার্থীদের জন্য ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা) প্রতিদিন উন্মুক্ত থাকবে।
এএ/

Share your comment :