পিএসসিতে নিয়োগ

পিএসসিতে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে চুক্তিভিত্তিক নিয়োগে দিয়েছে সরকার। বিটিআরসি একজন কমিশনারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া একজন অতিরিক্ত সচিবকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডেকে ৫ বছরের জন্য পিএসসির সদস্য হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

পৃথক আদেশে মো. দেলোয়ার হোসাইনকে অবসর-উত্তর ছুটি ও সুবিধা স্থগিত করে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার ব্যবস্থাপনা ও প্রশাসন হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক আদেশে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইদুজ্জামান খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের একান্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

এআর-১৯/৩/২৪

Share your comment :