পুলিশের দুর্নীতি নিয়ে যা বললেন আইজিপি
বাংলাকন্ঠ রিপোর্ট
পুলিশ সদস্যদের দূর্নীতি প্রসঙ্গে কথা বলেছেন বাহিনীর প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন কোনো ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না।
মঙ্গলবার রাজশাহীতে ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ এক অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ কথা জানান।
সম্প্রতি পুলিশ সদস্যদের দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। যে প্রক্রিয়ায় এটির তদন্ত হচ্ছে, সেভাবেই এটি শেষ হবে।
বাহিনীটিতে পুলিশের শুদ্ধি অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। কোনো বিষয়কেই আমরা খাটো করে দেখি না।
এর আগে পুলিশের মহাপরিদর্শক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বেলা পৌনে ১১টায় এসে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় তিনি দপ্তরটির মাঠে একটি বৃক্ষ রোপণ করেন। পরে যোগ দেন প্রতিষ্ঠাবার্ষিকীর শোভা যাত্রায়।
Share your comment :