প্রেস ক্লাবের সামনে রণক্ষেত্র
বাংলাকণ্ঠ রিপোর্ট:
রাজধানীতে প্রেস ক্লাবের সামনের সড়কেআন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে।
রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে সংঘর্ষ চলছে।
পল্টন মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা মিছিল করছেন।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনেকে বলছেন, আন্দোলনকারীদের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীরা মিশে গিয়েছেন।
এদিকে সংঘর্ষের কারণে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে ৬ নম্বর ভবনের ২০ তলায় মানুষ আতঙ্কে রয়েছেন। সচিবালয়ের গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর জেরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে
¦এএ/
Share your comment :