বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ : বিশ্বব্যাংক

বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যানা বেজার্ড বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি কমানোয় সহায়তা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন তিনি।

রোববার, ২৫ ফেব্রুয়ারি, সকালে রাজধানীর শেরেবাংলা নগর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দপ্তরে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না অপেক্ষা করতে হবে জানিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদ্যুৎসহ জ্বালানির মূল্যও সমন্বয় করতে হবে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায়, অ্যানা বেজার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীলসমাজ এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তার সঙ্গে রয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারসগ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এজেড-২৬/০২/২৪

Share your comment :