বাড়তি ভাড়া ঠেকাতে বিআরটিএ’র অভিযানে ৬ বাসের জরিমানা

বাড়তি ভাড়া ঠেকাতে বিআরটিএ’র অভিযানে ৬ বাসের জরিমানা

চট্টগ্রাম অফিস

নির্বিঘ্নে ঈদযাত্রা ও যাত্রীর বাড়তি ভাড়া আদায় ঠেকাতে অভিযানে নেমেছে বিআরটিএ। এরই অংশ হিসেবে শনিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম মহানগরীর দামপাড়া, বায়োজিদ ও অক্সিজেন বাস কাউন্টারে অভিযানকালে ছয়টি বাসকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

অভিযানের নেতৃত্ব দানকারী বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও বাড়তি ভাড়া আদায় ঠেকাতে আমরা বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে প্রথমে সতর্ক করে আসছিলাম। কিন্তু এরপরও সৌদিয়া পরিবহন বাড়তি ভাড়া আদায় করেছে। এমনকি অভিযানে ফিটনেসবিহীন চারটি বাস ও এক বাস চালকের লাইন্সেস দেখাতে পারেনি। এসব অপরাধে মোট ছয়টি বাস মালিক ও সংশ্লিষ্টদের কাছ থেকে ৩২ হাজার টাকা আদায় করা হয়েছে।

এর আগে শুক্রবার (৫ এপ্রিল) চট্টগ্রাম মহানগরীর অলংকার, একে খান, দামপাড়া, বিআরটিসি, কদমতলী, নতুন ব্রিজ, চাঁদগাও-বদ্দারহাটসহ বিভিন্ন কাউন্টারে বিআরটিএ চট্টগ্রাম টিম সরেজমিন পরিদর্শনে যান। তখন প্রায় সবকটা পরিবহনের কাউন্টারে গিয়ে বাড়তি ভাড়াসহ নানা বিষয়ে সতর্ক করা হয়েছিল। প্রত্যেকটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত রাখতে বলা হয়েছিল। এরপরও বেশ কিছু পরিবরহন এসব নির্দেশনা না মানায় অভিযানে নামে বিআরটিএ।

বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক গত ৫ এপ্রিল শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্ভীঘ্ন ও আনন্দময় করার জন্য বাড়তি ভাড়া না নেওয়ার বিষয়ে বিভিন্ন বাস কাউন্টারে বিআরটিএ অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা প্রেরণ করা হয় এবং বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয় ।

পৃথকভাবে এসব অভিযানে অংশ নেন- বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ-চট্ট মেট্রো -২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, বিআরটিএ-চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার প্রমুখ।

এআর-৬/৪/২৪

Share your comment :