বিপাকে মুরগি ব্যবসায়ীরা

বিপাকে মুরগি ব্যবসায়ীরা


বাংলাকণ্ঠ রিপোর্ট:
চলমান কারফিউয়ে পরিবহন সংকট এবং ক্রেতার অভাবে বগুড়ায় মুরগির ব্যবসায় ধস নেমেছে। আশানুরূপ ক্রেতা না পেয়ে পাইকারি পর্যায়ে দাম কেজিতে ৪০ থেকে ৮০ টাকা কমে এসেছে। ফলে ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।
ব্যবসায়ীরা জানান, এ অবস্থা চলতে থাকলে ব্যবসার মূলধন টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এ জন্য তারা পরিস্থিতির উত্তরণ চান।
মঙ্গলবার (২৩ জুলাই) বগুড়ার বাজারে ব্রয়লার মুরগি পাইকারি প্রতি কেজি বিক্রি হয়েছে ১১০ থেকে ১২৫ টাকা অথচ আটদিন আগেও এই মুরগির দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা।
একইভাবে সোনালি জাতের মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০ টাকা থেকে ২২০ টাকা। আগে বিক্রি হতো ২৬০ টাকা থেকে ২৮০ টাকা।
বগুড়ার শাজাহানপুর উপজেলার পারটেকুর গ্রামে পোলট্রি ব্যবসায়ী মোহাম্মদ রিপন বলেন, কারফিউ জারির কারণে মুরগি ব্যবসায় ধস নেমেছে। ঢাকায় মুরগি পাঠানো যাচ্ছে না। স্থানীয় বাজারে আশানুরূপ ক্রেতা নেই। তিনি বলেন, আমি ৬ হাজার মুরগি বিক্রি করে প্রায় ২৪ হাজার টাকা লোকসান গুনলাম।
বগুড়া জেলা পোলট্রি মালিক সমিতির সাবেক নেতা মুক্তার আলি বলেন, রাজনৈতিক এ পরিস্থিতে কেউ ভালো নেই। মুরগি ব্যবসায়ীরা আরও বেশি সমস্যায় রয়েছেন। খাদ্যের দাম বেশি, উৎপাদন খরচ বেশি। কিন্তু বিক্রি করতে গিয়ে দাম পাচ্ছে না। সব মিলিয়ে পোলট্রি মালিকরা বিপদে আছেন।
এএ/

Share your comment :