ভারত ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী দুই দেশ ভারত ও চীন সফরে যাচ্ছেন। আগামী ২১ ও ২২ জুন তিনি সরকারি সফর হিসেবে নয়াদিল্লি যাবেন।আর আগামী ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন তিনি।
আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত প্রতিবেশী দেশ ভারতেই প্রথম দ্বিপক্ষীয় সফর করে থাকেন। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কারণেই সাধারণত সেদেশেই প্রথম দ্বিপক্ষীয় সফরে গিয়ে থাকেন প্রধানমন্ত্রী।
এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সে অনুযায়ী আগামী ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী। চীন এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার। সে কারণে প্রধানমন্ত্রীর জন্য চীন সফরও গুরুত্বপূর্ণ। গত ৩ জুন বেইজিংয়ে বাংলাদেশ-চীনের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর চীন সফর চূড়ান্ত করা হয়
এএ/
Share your comment :