ভালো সেতু পরিত্যক্ত দেখিয়ে নিলামে বিক্রি

ভালো সেতু পরিত্যক্ত দেখিয়ে নিলামে বিক্রি

বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ব্যবহার উপযোগী সেতু পরিত্যক্ত দেখিয়ে নিলামে বিক্রি করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশল অফিসের বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে অবগত নন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।


সংশ্লিষ্টরা জানান, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের উত্তর কালামপুর হাতেমিয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন চটুয়া খালের ওপর ২০ বছর পূর্বে নির্মিত হয় ব্রিজটি। বর্তমানে ওই ব্রিজটি দিয়ে দুই পাড়ের প্রায় সহস্রাধিক লোক প্রতিদিন যাতায়াত করেন। কিছু দিন পূর্বে ব্রিজটির একপাশের অংশের ব্লক ভেঙে যায়। তবে তা সংস্কার করে ব্যবহার উপযোগী বলে মন্তব্য করেন স্থানীয়রা।


ওই এলাকার বাসিন্দা আ. আজিজ মাস্টার ও সন্তোস মাস্টার জানান, ওই ব্রিজটির শুধু ভাঙা অংশটি মেরামত করে দিলেই হয়। এখানে আগামী ৮-১০ বছরেও নতুন করে ব্রিজ তৈরির কোনো প্রয়োজন নেই। সরকারি অর্থের অপব্যবহার করার জন্যই উপজেলা প্রকৌশলী বিভাগ এ কাজ করে যাচ্ছেন।

একটি সূত্র থেকে জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর গুলিশাখালী ইউনিয়নের ওই ব্রিজসহ মোট ৭টি ব্রিজ নিলাম করার জন্য ১৩৬৯নং স্মারকের আলোকে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রকৌশল অফিস। যার নিলাম মূল্য ৬ লাখ ৬৮ হাজার ৬০৬ টাকা

উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ভালো ব্রিজটি সংস্কার না করে অনৈতিকভাবে লাভবান হয়ে সরকারি অর্থের অপব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি নিয়ে একাধিকবার তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনি বলেন, ইউনিয়নের কোনো উন্নয়নমূলক কাজ, নিলাম বা বরাদ্দ যাই হোক ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাকে অবহিত করার কথা। কিন্তু ব্রিজটি নিলামের বিষয়ে আমাকে কোনোভাবে অবহিত করা হয়নি।


তিনি আরও বলেন, ওই স্থানে নতুন করে ব্রিজ নির্মাণের কোনো দরকার নেই। ব্রিজটি এখনো ৮০ শতাংশ ভালো রয়েছে। সংস্কার করে দিলেই হয়।

এআর-০৩/০৪/২৪

Share your comment :