মারা গেলেন ব্যারিস্টার সিগমা হুদা
বাংলাকণ্ঠ রিপোর্ট:
আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকার ইউনাইটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নাজমুল হুদা প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ৭৯ বছর বয়সী সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপার্সন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন। ২০০৪ সালে মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পেয়েছিলেন সিগমা হুদা। তার স্বামী নাজমুল হুদা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য। খালেদা জিয়ার সরকারে ১৯৯১ সালে তথ্য ও ২০০১ সালে যোগাযোগমন্ত্রী ছিলেন তিনি।
এএ/
Share your comment :