মিডিয়া ফেলোশিপ প্রদানে ডিএনসিআরপি ও এএসবিএমইবি’র মধ্যে সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক
স্বচ্ছ, বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সংবাদ মাধ্যমের ভূমিকার স্বীকৃতি ও সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি করতে গণমাধ্যম কর্মীদের মিডিয়া ফেলোশিপ প্রদান করবে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) । এ লক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে এএসবিএমইবি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ডিএনসিআরপির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান এবং এএসবিএমইবি’র পক্ষে সংগঠনের আহ্বায়ক আশরাফুল আম্বিয়া স্বাক্ষর করেন।
অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সকলকে অবগত করে মহাপরিচালক বলেন, আমরা প্রতিনিয়ত ভোক্তা-অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে সফল হতে হলে প্রয়োজন ভোক্তাদের সচেতনতা ও সকলের সম্মিলিত প্রচেষ্টা। এই সচেতনতার অংশ হিসেবে সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজন করা হয়েছে। তিনি অভিযানে কসমেটিকস পণ্যের ক্ষেত্রে প্রাপ্ত অসঙ্গতি যথা কসমেটিকস পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উপাদান, পরিমাণ, ব্যবহারবিধি, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, প্রাইসগান মেশিনের সাহায্যে খুচরা বিক্রেতা নিজেই সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্রদান করা, আমদানিকারক কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কেটে অধিক মূল্য লেখা, বিদেশী পণ্য নকল করে দেশের অভ্যন্তরে তৈরি করে বিদেশী পণ্য হিসেবে বিক্রয় করা হয়, নকল কসমেটিকস পণ্যের ক্ষেত্রে সঠিক মানদন্ড না থাকা এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ/অনুমোদনহীন Face Cream, Whitening Cream সহ অন্যান্য কসমেটিকস বিক্রয় ইত্যাদি বিষয় তুলে ধরেন।
তিনি আরো বলেন, সকল কসমেটিকস প্যাকেটজাত। সেক্ষেত্রে মোড়কজাতকরণ বিধিমালা অনুসরণ করে পণ্য বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশি কসমেটিকস এর ক্ষেত্রে আমদানীকারকের তথ্য থাকে না এবং আমদানীকারক কর্তৃক এমআরপি প্রদান করা হয় না। এছাড়াও কসমেটিকস পণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় যা ভোক্তার ত্বকের ক্ষতি করছে।
তিনি বলেন, অধিদপ্তর ভোক্তার পাশাপাশি ব্যবসায়ীদেরও সুরক্ষা প্রদান করেন। এক্ষেত্রে তিনি বলেন, দেশীয়ভাবে প্রসাধনী প্রস্তুতকরণ ও বাজারজাতকরণের উদ্যোগকে আমরা অধিদপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। কেননা এর মাধ্যমে দেশের বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ভোক্তা স্বার্থ বিবেচনায় জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করার জন্য অধিদপ্তর ও এসোসিয়েশনের এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, অধিদপ্তরের প্রচারনা কার্যক্রমের জন্য মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ভোক্তা অধিকার রক্ষায় আমরা এসসোসিয়েশনকে সাথে নিয়ে কাজ করতে চাই। আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে অধিদপ্তরের সাথে এসোসিয়েশন অব স্কিনকেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স এন্ড ইম্পোর্টার্স অব বাংলাদেশ এর যে পথ চলা শুরু হলো আগামী দিনে তা আরও মসৃণ হবে মর্মে আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অব বাংলাদেশ এর যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নকল-ভেজাল কসমেটিকস বিষয়ে ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এ কর্মসূচি েনয়া হয়েছে। সাংবাদিকদের মাধ্যমে ভোক্তাদের সচেতনতা বাড়াতে এসোসিয়েশন এই কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, তিন মাস ব্যাপী এই ফেলোশিপের আওতায় দেশের টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হবে। ফেলোশিপের আওতায় থাকবেন মোট ৩০ জন প্রতিবেদক। যারা এই তিন মাস সময়ে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং কেইস স্টাডিতে অংশ নেবেন এবং এসবের ভিত্তিতে জনসচেতনতা বাড়তে প্রতিবেদন প্রকাশ করবেন। প্রকাশিত এসব প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। ফেলোশিপে আবেদন (https://asbmeb.com/fellowship/) এসোসিয়েশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা বলেন, পূর্বে এসোসিয়েশন এর সাথে অধিদপ্তর কর্তৃক স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে আজ মিডিয়া ফেলোশিপ প্রদানের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে ভোক্তাদের নকল-ভেজাল প্রসাধনী বিষয়ে সচেতন করতে এই সমঝোতা স্মারক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এসোসিয়েশন অব স্কিনকেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স এন্ড ইমপোর্টার্স অব বাংলাদেশের আহ্বায়ক আশরাফুল আম্বিয়া বলেন, প্রতিনিয়ত ভোক্তা-অধিকার সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অধিদপ্তরের কর্মকর্তাগণ। তিনি আরও বলেন, মানসম্মত প্রসাধনী প্রস্তুতকরণ ও বাজারজাতকরণে দেশীয় উদ্যোক্তাদের এসোসিয়েশন উদ্ভুদ্ধ করবে। তিনি ভোক্তা সাধারণকে সচেতন করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে অধিদপ্তরের প্রচারণামূলক কাজে সহযোগিতা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, অধিদপ্তর ও এসোসিয়েশন কর্তৃক গৃহীত এই সমঝোতা স্মারক অভিনন্দন পাওয়ার মতো একটি উদ্যোগ। তিনি আরও বলেন, ভোক্তা স্বার্থ সমুন্নত রাখতে অধিদপ্তর কর্তৃক নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। মিডিয়া ফেলোশিপ প্রদানের লক্ষ্যে আজ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মানুষকে সচেতন করার যে কার্যক্রমের সূচনা হলো তাতে সকলের সহযোগিতা কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
ফেলোশিপ সম্পর্কিত :
অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স বাংলাদেশ (এএসবিএমইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য সংগঠন হিসেবে লাইসেন্স প্রাপ্ত একটি ব্যবসায়ি সংগঠন। বাংলাদেশে কালার কসমেটিকস, স্কিন কেয়ার, পারসোনাল কেয়ার এবং হোম কেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের এই সংগঠন ভেজাল ও নকল পণ্য সম্পর্কে ক্রেতাদের মাঝে সচেতনতা বাড়ানোসহ এই শিল্প খাতের নানাবিধ সমস্যা-সম্ভাবনা, রপ্তানি বাজার সম্প্রসারণ, নীতিনির্ধারনী প্রক্রিয়ায় অংশগ্রহণসহ নানামুখি কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশ্বজুড়ে ক্রেতাদের চাহিদা ও মানসিকতার পরিবর্তনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশি উৎপাদন কার্যক্রম নিয়মিত রাখা এবং মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। সে কারণে নকল- ভেজালসহ মিথ্যা ঘোষণায় আমদানি, সরকারের রাজস্ব খাতে এই সেক্টরের প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও সংযুক্ত হতে চায় সংগঠনটি। কেননা, ভেজাল ও নকল পণ্যে স্বাস্থ্যহানি ঘটে। ত্বকের নানাবিধ রোগসহ ক্যান্সার বা মৃত্যু ঝুঁকি বাড়ে। পরিস্থিতি বিবেচনায় স্বচ্ছ, বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সংবাদ মাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহযোগীতায় মিডিয়া ফেলোশিপ ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স বাংলাদেশ (এএসবিএমইবি)।
উক্ত ফেলোশিপের লক্ষ্য হলো স্কিন কেয়ার ও কসমেটিকস খাতের সমসাময়িক, জনগুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে ইন-ডেপথ সংবাদ প্রতিবেদন প্রস্তুতে বাংলাদেশি সাংবাদিকদের সহায়তা করা। পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ও বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে গণমাধ্যমের উন্নয়নে অবদান রাখা ।
ফেলোশিপ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য
সংবাদপত্র, টেলিভিশন, সরকার কর্তৃক নিবন্ধন প্রদানকৃত অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সংশ্লিষ্ট বিষয়ক প্রতিবেদন তৈরিতে অভিজ্ঞ সাংবাদিকগণ এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ঢাকার বাইরের বিভাগ / জেলার স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকগণও আবেদন করতে পারবেন।
ফেলোশিপের মেয়াদকাল: ৩ (তিন) মাস, মার্চ-মে ২০২৪
ফেলোশিপকালীন নির্ধারিত কাজ- সংবাদ/ফিচার/ প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য যাতায়াত এবং আনুষঙ্গিক খরচ বাবদ সম্মানী/ভাতা প্রদান করা হবে।
ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ফেলোশিপ সম্পাদনকারী সাংবাদিকদের সার্টিফিকেট, ক্রেস্ট এবং সম্মানী চেক হস্তান্তর করা হবে।
আবেদনের নিয়মাবলী
এএসবিএমইবি -এর নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে আবেদন করতে হবে।
অনলাইন পূরণকৃত এবং সরাসরি হার্ডকপি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টসসহ আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের সঙ্গে যা সংযুক্ত করতে হবে:
সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে প্রকাশিত/ প্রচারিত প্রতিবেদনের কপি
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রতিষ্ঠানের আইডি কার্ড ও এনআইডি কার্ডের অনুলিপি, আবেদনকারীর সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদক/প্রধান নির্বাহী/ চীফ রিপোর্টারের স্বাক্ষরিত একটি অনুমতিপত্র। উক্তপত্রে এই ফেলোশিপের আওতায় তৈরিকৃত রিপোর্ট/প্রতিবেদনসমূহ প্রচার/ প্রকাশের নিশ্চয়তার বিষয়টি উল্লেখ থাকা অত্যাবশ্যক।
Share your comment :