রাশিয়ায় ভোটগ্রহণ চলছে

রাশিয়ায় ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহন চলছে, দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। আগামী তিনদিন, অর্থাৎ রোববার পর্যন্ত ভোট গ্রহন চলবে।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিন জন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন ক্ষমতাধর পুতিন । তবে প্রেসিডেন্ট হিসেবে আসন গ্রহন করবেন পুতিন এমনটাই মনে করা হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বর্তমান প্রার্থী পুতিন ডানপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) প্রধান লিওনিদ স্লুতস্কি, কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিতোনভ এবং উদারপন্থী মধ্যপন্থী নিউ পিপলের প্রতিনিধিত্বকারী ভ্লাদিস্লাভ দাভানকভের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাশিয়ায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়াও প্রায় ২৮টি অঞ্চলের বাসিন্দারা ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে অনলাইনে তাদের ভোট দিতে পারবেন। অনলাইন জরিপে অংশ নিতে ভোটারদের সোমবারের আগে রুশ সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘গোসুসলুগি’র মাধ্যমে বিশেষ অনুরোধ জমা দিতে হয়েছে। মস্কোর ভোটাররা অনলাইনে ভোট দিতে পারবেন।

এআর-১৫/০৩/২৪

Share your comment :