রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেয়া হয়েছে শত শত মানুষ
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মস্কো আকস্মিকভাবে স্থল হামলা শুরু করার এক দিন পর এসব লোক সরিয়ে নেওয়া হলো। শনিবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এ অঞ্চলে রাশিয়ার হামলার পর ‘মোট ১,৭৭৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলের ৩০টি বসতিতে কামান ও মর্টার হামলা চালিয়েছে এবং তারা এ সীমান্ত এলাকায় সামান্য অগ্রসর হয়েছে। প্রায় দুই বছর আগে তারা এ এলাকা থেকে পিছু হটেছিল।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই এলাকায় রাশিয়ার বাহিনীর সাথে ইউক্রেন বাহিনীর ‘ভয়াবহ যুদ্ধ’ হয়।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে খারকিভ অঞ্চলের অধিকাংশ এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।
এআর-১১/০৫/২৪
Share your comment :