সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি প্রস্তুত
বাংলাকণ্ঠ রিপোর্ট:
দেশের সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এতে সনাতন সম্প্রদায়ের কেউ কেউও আক্রান্ত হন।
কিন্তু এ ধরনের ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে আসছে ভারতের কতিপয় গণমাধ্যম। এ নিয়ে ফেসবুক, এক্স, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ প্রোপাগান্ডা চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর এই প্রোপাগান্ডা মারাত্মক আকারে রূপ নিয়েছে।
এসব অতিরঞ্জনে উত্তেজিত হয়ে গত সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে উগ্র হিন্দুত্ববাদীরা। সেখানে বাংলাদেশের পতাকা মাড়ানো হয়।
এমনকি যশোরের বেনাপোল, ফেনী ও সিলেট সীমান্তের ওপারে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে কটাক্ষ করে সমাবেশ করে। আসামের সংবাদমাধ্যমের খবর অনুসারে, সিলেট সীমান্ত দিয়ে একদল উগ্রপন্থি বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায়।
এ নিয়ে দেশের সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দেওয়ার প্রেক্ষাপটে বিজিবি তাদের প্রস্তুতির কথা জানাল।
এএ/
Share your comment :