স্মৃতিসৌধে এসে অসুস্থ মির্জা ফখরুল

স্মৃতিসৌধে এসে অসুস্থ মির্জা ফখরুল

বাংলাকণ্ঠ রিপোর্ট:
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। নেওয়া হয়েছে সিএমএইচ |
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেননি।
সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুতি নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপূণ রায়, সাভারের সাবেক সংসদ সদস্য ডা: সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বেদীতে ফুল দেয়ার পরে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে একটু সামনেই অপেক্ষা করছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রায় অর্ধ শতাধিক সংবাদকর্মী। মির্জা ফখরুলের সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন। সংবাদকর্মীদের ক্যামেরার সামনে এসে তিনি অসুস্থতা বোধ করতেই মেঝেতে বসে পড়েন। তখনও তাকে দেখার জন্য অসম্ভব ধরনের ধাক্কাধাক্কি করতে থাকেন। কেন্দ্রীয় নেতাদের ঘিরে ভিড় করেন স্থানীয় নেতাকর্মীরা। কয়েক মিনিটের মধ্যেই আরও অসুস্থ হয়ে মেঝেতেই শুয়ে পড়েন মির্জা ফখরুল। তখন মির্জা ফখরুলের মাথায় পানি দিতে দেখা যায়। পরে তাকে তুলে নিয়ে জাতীয় স্মৃতি সৌধ ত্যাগ করেন নেতাকর্মীরা।
পরে স্মৃতিসৌধের ভেতরে থাকা চ্যানেল টুয়েন্টিফোর এর একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে সাড়ে ১০টার দিকে দ্রুত বের হয়ে যান সঙ্গীরা।
এএ/

Share your comment :