হাসিনা ভারতের কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী: রণধীর জয়সোয়াল
বাংলাকণ্ঠ ডেস্ক:
ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত আগস্টে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করে ভারত।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেয় আওয়ামী লীগ। তাতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করা হয়।
সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে।
তার জবাবে ভারত সরকারের ওই অবস্থান তুলে ধরে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এখান থেকে আগেই বলেছি, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটিই। ’
গত ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে তিনি সেদেশেই রয়েছেন।
এএ/
Share your comment :