৯০০ কেজি চাল সড়কে রেখে পালালো কালোবাজারিরা
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ৯০০ কেজি চাল সড়কে ফেলে রেখে পালিয়েছে কালোবাজারিরা। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের খোয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই চাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত জব্দ করে থানায় নিয়ে যান।
জানা যায়, আজ বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে ১৫টি বস্তায় ৯০০ কেজি চাল শহরের নবীনগর এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় এক গণমাধ্যমকর্মী শহরের খোয়ারপাড় এলাকার লোকজনকে জানায়।
পরে স্থানীয়রা ইজিবাইকের গতি রোধ করে চালককে চ্যালেঞ্জ করে। এ সময় চালক সড়কের পাশে চালের বস্তাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। এমন খবর পেয়ে সদর উপজেলার ইউএনও ঘটনাস্থলে পৌঁছে সড়কের পাশে পড়ে থাকা চাল জব্দ করে সদর থানায় নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, প্রতি বস্তায় ৬০ কেজি চাল পাওয়া গেছে। চালগুলো খাদ্য সহায়তার, তা নিশ্চিত হওয়া গেছে। কালোবাজারিরা এ চাল বিক্রির উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল।
তিনি আরও বলেন, এগুলো ভিজিএফ, ভিজিডি নাকি খাদ্যবান্ধব কর্মসূচির চাল তা বোঝা যাচ্ছে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার প্রান্তিক পর্যায়ের দুস্থ মানুষের জন্য খাদ্য সহায়তা চালু করেছে। ভিজিএফ নামে এই চাল সহায়তা শেরপুর সদর উপজেলায় ৭০ হাজার ৭৫৯ জন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে দেয়া হচ্ছে। কিন্তু সেই চাল জনপ্রতিনিধিদের মাধ্যমে কালোবাজারিরা কম দামে কিনে বস্তা পাল্টে বাজারে বেশি দামে বিক্রি করছে।
এআর-০৫/০৪/২৪
Share your comment :