রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা : সবগুলোই ছিল খেলনা পিস্তল

রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা : সবগুলোই ছিল খেলনা পিস্তল


বাংলাকণ্ঠ রিপোর্ট:
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। এছাড়া তাদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছোঁড়া পাওয়া গেছে।
গ্রেপ্তার দুই ডাকাতের বয়স ১৪, বাকি একজনের ১৮ বছর বলে ধারণা করছে পুলিশ।
যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এএ/

Share your comment :