লস অ্যাঞ্জেলেসের দাবানলের সবশেষ আপডেটে যা জানা গেল
বাংলাকন্ঠ ডেস্ক
লস অ্যাঞ্জেলেসের দাবানলকে ভয়াবহভাবে বাড়িয়ে তোলা প্রবল বাতাস কমে আসায় গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার শহরটির পূর্ব ও পশ্চিম দিকের দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অর্জন করেছে দমকল কর্মীরা।
গত কয়েকদিন ধরে দমকল কর্মীদের শত শত প্রচেষ্টা সত্ত্বেও এই দাবানল নিয়ন্ত্রণের বাইরে ছিল। শুক্রবার প্যালিসেডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে আসে। শুক্রবারের আগে দুই জায়গায়ই দাবানল নিয়ন্ত্রণের মাত্রা ক্যাল ফায়ারের তালিকায় শূন্য শতাংশ ছিল। খবর রয়টার্স।
মঙ্গলবার থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় ছয়টি দাবানল ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১০ হাজারের মতো অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। দমকল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালানোর মতো নিরাপদ পরিস্থিতি যখন পাবেন, তখন এই সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
হাজার হাজার মানুষ আকস্মিকভাবে গৃহহীন হয়ে পড়েছে। ঘন ধোঁয়ার কারণে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে দমকল কর্মীরা শহরের পশ্চিম দিকের প্যালিসেডস এবং পূর্বের পাহাড়ি এলাকা ইটনে দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতি অর্জন করেছে।
গত কয়েকদিন ধরে দমকল কর্মীদের শত শত প্রচেষ্টা সত্ত্বেও এই দাবানল নিয়ন্ত্রণের বাইরে ছিল। শুক্রবার প্যালিসেডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে আসে। শুক্রবারের আগে দুই জায়গায়ই দাবানল নিয়ন্ত্রণের মাত্রা ক্যাল ফায়ারের তালিকায় শূন্য শতাংশ ছিল।
তবুও, এই দুটি বড় দাবানল মিলিয়ে ৩৫ হাজার একর (১৪,১০০ হেক্টর) জমি বা ৫৪ বর্গমাইল এলাকা ধ্বংস হয়েছে, যা ম্যানহাটনের আয়তনের দুই থেকে আড়াই গুণ।
প্রায় ১ লাখ ৫৩ হাজার মানুষকে এখন পর্যন্ত সরিয়ে নেয়া হয়েছে। আরো ১ লাখ ৬৬ হাজার ৮০০ জনকে সরিয়ে নেয়ার সতর্কতা দেয়া হয়েছে। যেসব অঞ্চলে সবাইকে সরিয়ে ফেলা সম্পন্ন হয়েছে সেসব স্থানে কারফিউ জারি করা হয়েছে বলে জানান লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা।
কানাডা এবং যুক্তরাষ্ট্রের সাতটি পার্শ্ববর্তী রাজ্য ও ফেডারেল সরকার ক্যালিফোর্নিয়াকে সাহায্য পাঠিয়েছে। দমকলের হেলিকপ্টার এবং জলবাহী দল দাবানলে পানি ও আগুন প্রতিরোধক ছিটিয়ে দিচ্ছে। মাটিতে থাকা দমকল কর্মীরা বিভিন্ন যন্ত্র ও পাইপের সাহায্যে অগ্নিরেখা বরাবর আগুন নেভানোর বিভিন্ন দ্রব্য ব্যবহার করছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্টনি ম্যারোন সংবাদ সম্মেলনে জানান, সপ্তাহের শেষে অবস্থার উন্নতি হবে। তখন বাতাসের গতি ঘণ্টায় প্রায় ২০ মাইল (৩২ কিমি/ঘণ্টা) হবে এবং ঝড়ো হাওয়া ঘণ্টায় ৩৫ থেকে ৫০ মাইল হবে, যা এখন ঘণ্টায় ৮০ মাইল বেগে বইছে।
তবে আর্দ্রতা কম এবং গাছপালা শুকনো থাকায় পরিস্থিতি এখনো গুরুতর বলে জানান জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি। সোমবার আবার রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
দশ মিলিয়নের কাছাকাছি জনসংখ্যার এই কাউন্টি এখন স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগের মধ্যে আছে। প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত এলাকায় ফিরে গিয়ে দেখেছেন, ইটের চিমনিগুলি পোড়া ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। পুড়ে যাওয়া যানবাহনগুলো চারদিকে ছড়িয়ে আছে।
বেসরকারি আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার অনুমান করেছে যে, এই দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৩৫ বিলিয়ন থেকে ১৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে একটি বড় দুর্যোগ হিসেবে ঘোষণা করে বলেছেন, পরবর্তী ছয় মাসের জন্য পুনরুদ্ধারের শতভাগ ব্যয় যুক্তরাষ্ট্র সরকার বহন করবে। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে এক ফোন কলে তিনি দাবানল মোকাবেলা ও পুনর্গঠনের জন্য ক্যালিফোর্নিয়াকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
Share your comment :