বাংলাদেশ থেকে পর্তুগালে দক্ষ জনগোষ্ঠী নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে পর্তুগালে দক্ষ জনগোষ্ঠী নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ তিনটা বৈঠক হয়েছে। পর্তুগালের রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করেছেন, এরপর বাহরাইনের রাষ্ট্রদূত। সবশেষে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত দেখা করেন। তারা সবাই নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর। তারা সবাই দিল্লিতে রেসিডেন্ট, কিন্তু বাংলাদেশ কাভার করেন। তাদের সবার সঙ্গেই অত্যন্ত ফলপ্রসূ নানান বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তাদের সবাইকে বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ জানিয়েছি। আমাদের আইটি সেক্টর, ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগের জন্য অনুরোধ জানিয়েছি।’
তিনি বলেন, ‘পর্তুগালে ২০ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করেন। তারমধ্যে অর্ধেকের বেশি ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন। পর্তুগালে যাতে আমাদের দক্ষ জনগোষ্ঠী নিয়ে যায়, দক্ষকর্মীদের নিয়ে যায়, বিশেষ করে এগ্রিকালচার ও আইটি সেক্টরে কর্মীদের যেন নিয়ে যায় সে ব্যাপারে আলোচনা করেছি। এ বিষয়ে আমরা যাতে একটি চুক্তি করতে পারি সে ব্যাপারেও আলোচনা করেছি।’
‘আমাদের দেশ থেকে এগ্রিকালচারে গ্রাজুয়েটরা বাহরাইনে সবুজায়নে কাজ করছে। এগ্রিকালচারে গ্রাজুয়েট, নার্স নিয়ে যাওয়ার জন্য তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা গুরুত্বের সঙ্গে বিষয়টি শুনেছে এবং এ ব্যাপারে তাদের আগ্রহ আছে।’
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আমরা রোহিঙ্গা নিয়ে আলোচনা করেছি। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তাদের সহযোগিতা কামনা করেছি। কোনো একটি সমাধানে উপনীত হওয়ার আগে তাদের যে প্রচেষ্টা সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। যাতে করে আন্তর্জাতিক চাপ মিয়ানমারের ওপর বৃদ্ধি করা হয় সেজন্য তাদের সবার সঙ্গে আলোচনা করেছি। নিউজিল্যান্ডের সঙ্গে যাতে হাইলেভেল ভিজিট হয় সে বিষয়েও আমরা আলোচনা করেছি।’
বাংলাদেশে পর্তুগালের দূতাবাস খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আলোচনা করেছি। তিনি (পর্তুগালের রাষ্টদূত) যেটি বলেছেন, তারা একটি কনসাল জেনারেলের অফিস খোলার চিন্তাভাবনা করছেন।’
এআর-০৩/০৪/২৪
Share your comment :