ঢাকার ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ৪২ শিক্ষাপ্রতিষ্ঠান ভবন সিলগালার নির্দেশ

ঢাকার ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ৪২ শিক্ষাপ্রতিষ্ঠান ভবন সিলগালার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন এলাকার ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ৭ দিনের মধ্যে খালি করে সিলগালার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।


রাজউকের সুপারিশের পরিপ্রেক্ষিতে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে মাউশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থার ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবন ভেঙে ফেলার সুপারিশ করা হয়।


এ তালিকার মধ্যে মাউশির আওতাধীন ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। ‘অধিক ঝুঁকিপূর্ণ’ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আছে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়, আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, বাড্ডার আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ।

এআর-০৫/০৪/২৪

Share your comment :