গুলশানে বারের সামনে মারামারির ঘটনায় ৩ তরুণী আটক

গুলশানে বারের সামনে মারামারির ঘটনায় ৩ তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানে একটি বারের সামনে মারামারির ঘটনায় তিন তরুণীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, ওই তিন তরুণীর মদ্যপানের লাইসেন্স ছিল না। তাঁরা অবৈধভাবে মদ পান করে মাতাল হয়ে মারামারিতে জড়িয়েছিলেন।

বুধবার (১৭ এপ্রিল ) বিকেলে রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়েছে। যে বারগুলো লাইসেন্স ছাড়া মদ বিক্রি করেছে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’

দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডেকে এনে তিন তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, লাইসেন্স থাকলে বৈধ বার থেকে মদ পান করা যায়। কিন্তু পয়লা বৈশাখের রাতে গুলশানে যাঁরা মদ পান করেছেন, তাঁদের লাইসেন্স ছিল না। লাইসেন্সবিহীন কারও কাছে বার কর্তৃপক্ষ মদ বিক্রি করতে পারে না। তাদের উচিত ছিল, এই নারীদের মদের লাইসেন্স পরীক্ষা করা। এমনকি তাঁদের কাছে অতিরিক্ত মদ বিক্রি করেছে কর্তৃপক্ষ, যা পান করে তাঁরা মাতাল ও বেসামাল হয়ে গেছেন।

হারুন অর রশীদ বলেন, বারের লোকজনের বেসামাল নারীদের নিয়ন্ত্রণ করা উচিত ছিল। ওই নারীরা বার থেকে বের হয়ে রাস্তায় গিয়ে প্রকাশ্যে মারামারিতে জড়িয়েছেন। যে মেয়েকে তাঁরা মেরেছেন, সেই মেয়েটিও মাতাল ছিলেন; যা গুলশানের বাসিন্দারা দেখেছেন। পরে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছেন।

এআর-১৭/০৪/২৪

Share your comment :