কারাবন্দিদের প্রশিক্ষণের জন্য জেন্স পার্লার উদ্বোধন

কারাবন্দিদের প্রশিক্ষণের জন্য জেন্স পার্লার উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি:
কারাবন্দিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের জন্য ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এবার মানিকগঞ্জ জেলা কারাভ্যন্তরে জেন্স পার্লার করা হয়েছে।

পার্লারের উদ্বোধন করেন জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলার মোহাম্মদ মাহবুব কবির, ডেপুটি জেলার সুমাইয়া ও প্রধান কারারক্ষী সৈয়দ আমির হোসেন।

জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ বলেন, কারাগার শাস্তির জায়গা নয়, কারাগার হলো সংশোধনের জায়গা। একজন কারাবন্দি যাতে শাস্তির মেয়াদ শেষে সমাজে পুনর্বাসন হতে পারে তার জন্য এ কারাগারে বর্তমানে কম্পিউটার, সেলাইসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

একজন কারাবন্দি মুক্তির পর দেশের বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হবে এটিই আমাদের তথা বাংলাদেশ সরকারের লক্ষ্য।

এআর-০৩/০৫/২৪

Share your comment :