ইসরায়েলি হামলার মুখে রাফা থেকে পালিয়েছে ৩ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ

ইসরায়েলি হামলার মুখে রাফা থেকে পালিয়েছে ৩ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি হামলার মুখে গাজার সর্বদক্ষিণের রাফা শহর থেকে কমপক্ষে তিন লাখ ফিলিস্তিনি পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ জানিয়েছে- ইসরায়েল গাজার দক্ষিণে তার আক্রমণ আরও তীব্র করেছে। সেখানে হামাস যোদ্ধাদের সাথে তুমুল লড়াই চলছে তাদের। এরই মধ্যে রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে তিন লাখ ফিলিস্তিনি।

জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় এ নগরীতে ব্যাপক অভিযান চালানো হলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে।
এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) অনুমান করে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি রাফাথেকে পালিয়েছে। কারণ ইসরায়েল সেখান থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক এবং অমানবিক বাস্তুচ্যুতি অব্যাহত রেখেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এ হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ হাজার ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আরও প্রায় ৭৯ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে। সূত্র: আল-জাজিরা

এআর-১৩-০৫-২৪

Share your comment :