অনুমোদনহীন হজ পালনকারীদের জন্য সৌদির কঠোর সিন্ধান্ত
আর্ন্তজাতিক ডেস্ক
কোনো রকম বিঘ্ন ছাড়া পবিত্র হজ পালন নিশ্চিত করতে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। তারই অংশ হিসেবে যথাযথ অনুমোদন ছাড়া কোনো পরিদর্শক বা রেসিডেন্ট যদি আসন্ন পবিত্র হজে অংশগ্রহণ করেন, এমন কোনো ব্যক্তি ধরা পড়লে তাকে ৫০ হাজার রিয়াল জরিমানা, জেলের বিধান করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।
জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টের সহযোগিতায় সৌদি কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে। হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে হজ পালন করা বেআইনি। এর ফলে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। যারা অনুমোদনহীন হজযাত্রীদের পরিবহন করবে তাদেরকে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। কোনো বিদেশি অভিবাসীকে যদি এই নিয়ম লঙ্ঘনের জন্য দায়ী করা হয় তাহলে তাকে ৬ মাস পর্যন্ত জেল দেয়া হবে। এরপর তাকে সৌদি আরব থেকে বের করে দেয়া হবে।
পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে। উপরন্তু এসব নিয়ম যারা লঙ্ঘন করবে তাদেরকে মিডিয়া চ্যানেলে অসম্মানজনক অবস্থার মুখে পড়তে হবে।
Share your comment :