১০ দিনেই ডেঙ্গু আক্রান্ত প্রায় চার হাজার
বাংলাকণ্ঠ রিপোর্ট:
আগস্ট পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেপ্টেম্বরে এসে হঠাৎ পাল্টে গেছে মশাবাহিত রোগ ডেঙ্গুর চিত্র। চলতি মাসের শুরু থেকেই বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই প্রায় চার হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা পুরো আগস্টজুড়ে আক্রান্তের অর্ধেকের চেয়ে বেশি। শুধু তাই না, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেলেও সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই মারা গেছেন ১৯ জন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তার আগেও ২৪ ঘণ্টায় দেশে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে মোট তিন হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১৫ হাজার ৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৬৬৪ জন।
এদিকে, মঙ্গলবার সকাল পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ১০২ জন।
এএ/
Share your comment :