শেষের পথে ভোট, গণনা শুরু, এগিয়ে ট্রাম্প

শেষের পথে ভোট, গণনা শুরু, এগিয়ে ট্রাম্প

বাংলাকণ্ঠ ডেস্ক:
আমেরিকানরা যেভাবেই ভোট দেন না কেন, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার তৈরি হবে এক ইতিহাস। ভোটাররা হয় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন যিনি দেশের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরবেন অথবা এমন একজনকে যিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। বিশ্বের প্রভাবশালী এই দেশের নির্বাচনের খুঁটিনাটি জানতে আমাদের সঙ্গে থাকুন…

নিউইয়র্কে জয় পেলেন কমালা হ্যারিস, টেক্সাসে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী নিউইয়র্কে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। অন্যদিকে টেক্সাসে বিজয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মূলত জনসংখ্যার দিক থেকে বড় কয়েকটি অঙ্গরাজ্য থেকে পাওয়া ফলাফলে এখনো কোনও অপ্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে।
ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন।
এর মাধ্যমে ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প এখন পর্যন্ত ৯৫টি এবং হ্যারিস ৩৫টি ইলেক্টরাল ভোট পেলেন।
পশ্চিম ভার্জিনিয়ায় ট্রাম্পের জয়
কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জয়ের পর পশ্চিম ভার্জিনিয়াতেও জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এ।
কেন্টাকি-ইন্ডিয়ানায় ট্রাম্প, ভার্মন্টে কমালার জয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট, সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভসহ অন্যান্যা নির্বাচন হয়।
শেষের পথে ভোট, গণনা শুরু, এগিয়ে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি শেষের দিকে চলে এসেছে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রায় সব রাজ্যে শেষ হবে ভোটগ্রহণ। সবার প্রথমে ক্যান্টাকি ও ইন্ডিয়া রাজ্যের ভোটকেন্দ্রগুলোর দরজা বন্ধ হয়। আর এখান থেকেই আসা শুরু করে ভোটের ফলাফল।
ফিলাডেলফিয়ায় ‘বিশাল কারচুপির’ অভিযোগ ট্রাম্পের
নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে নির্বাচনে ‘বিশাল কারচুপির’ শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে কারচুপির ব্যাপারে সতর্কতা দিয়েছেন। তবে তিনি কোথা থেকে কারচুপির তথ্য পেলেন সেটি নিশ্চিত নয়।
মহাকাশ থেকে যেভাবে ভোট দেন মার্কিন নভোচারীরা
পৃথিবী থেকে শত হাজার মাইল দূরে মহাকাশে অবস্থান করছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একাধিক মার্কিন নভোচারী। তারা কী মহাকাশ থেকে তাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিতে পারেন? উত্তর হলো হ্যাঁ।
আরব-আমেরিকানরা ট্রাম্পকে ভোট দিচ্ছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বেলা গড়িয়ে দুপুর হয়। এই সময়ের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন। তাদের একজন ইমাদ আসুফি। ডিয়ারব্রোনের বাসিন্দা এই আরব আমেরিকান জানিয়েছেন তিনি তার ভোটটি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
বড় ব্যবধানে জিতবেন, বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোট দিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ নভেম্বর) ফ্লোরিডার পাম সৈকতের নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন এবারের নির্বাচনে বড় ব্যবধানে জিতবেন তিনি। ট্রাম্প বলেন, “আমি খুবই আত্মবিশ্বাসী। দেখে যা মনে হচ্ছে অসংখ্য রিপাবলিকান ভোট দিচ্ছেন। ভোটারদের লম্বা লাইন দেখে আমি গর্বিত। আমি শুনেছি আমরা খুবই ভালো করছি। এই নির্বাচনে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না ”
ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের ভোট দিয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটিতে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়। বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ভোট দেন ট্রাম্প। তিনি ফ্লোরিডার পাম সৈকতের ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ম্যালানিয়া ট্রাম্প।
ট্রাম্পের জয় চাইছেন বেশিরভাগ ইসরায়েলি
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর করা একটি জরিপে দেখা গেছে দখলদার ইসরায়েলের সাধারণ মানুষ মার্কিন নির্বাচনে কমালা হ্যারিসের বদলে ডোনাল্ড ট্রাম্পের জয় কামনা করছেন।
ইলেকশন নাইট পার্টিতে অংশ নিচ্ছেন ট্রাম্প-কমালা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগেও মিশিগান অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডস এলাকায় শেষ প্রচারণা চালিয়েছেন তিনি।
এর পরপরই সেখান থেকে তিনি ছুটে গেছেন ফ্লোরিডায়। ভোটের দিন মঙ্গলবার সকালেই ফ্লোরিডায় পৌঁছেছেন তিনি। ফ্লোরিডার একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে তার। যদিও এর আগে তিনি দিনের শুরুতেই নিজের ভোট দেবেন বলে জানিয়েছিলেন। মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বিচে একটি পার্টিতে অংশ নেওয়ার কথা রয়েছে রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থীর।
অন্যদিকে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকশন নাইট পার্টিতে অংশ নেবেন। ঐতিহ্যবাহী কৃষ্ণাঙ্গ এই ব্শ্বিবিদ্যালয় থেকে ১৯৮৬ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেছেন তিনি।
মার্কিন নির্বাচনে ভোট শুরু, প্রেসিডেন্ট কে হলেন ঠিক কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রে সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জানা যায় কে নির্বাচিত হয়েছেন। এছাড়া কয়েক ঘণ্টার মধ্যে বিজয়ীর নামও ঘোষণা করে দেওয়া হয়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর…
যুক্তরাষ্ট্রের ব্যালট পেপার কেমন, যা পূরণে লাগে ১০ মিনিট
সব অপেক্ষা শেষে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্যরাতে শুরু হয় ভোটাভুটি। দেশটির নাগরিকরা বিশাল এক ব্যালটে ভোট দিয়ে থাকেন। যা পূরণ করতে ১০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের ব্যালট পেপার কেমন, যা পূরণে লাগে ১০ মিনিট

তরুণ ভোটাররাই ভরসা ট্রাম্পের?
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী বলেছেন, আমেরিকার তরুণ জনগোষ্ঠী ক্রমবর্ধমান হারে ডোনাল্প ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। এই জনগোষ্ঠীর ভোট এবারের নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন তিনি। মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। ২৪ কোটি ২০ লাখের বেশি মানুষ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।
ট্রাম্পের জন্য ‘প্রস্তুত হচ্ছে’ ইউরোপীয় ইউনিয়ন
নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্টের ক্ষমতা পরিবর্তন এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে ইউরোপীয় দেশগুলের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ফ্লোরিডায় ভোট দিচ্ছেন ট্রাম্প
সোমবার স্থানীয় সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র‌্যাপিডস এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্যস্ত প্রচারণা শেষে সেখান থেকে মঙ্গলবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় পৌঁছেছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যে ফ্লোরিডার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের।
আরও ৮ রাজ্যে ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কানেকটিকাট, নিউ জার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়া-সহ আটটি রাজ্যের ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে স্থানীয় সময় সকাল ৬টায়। এছাড়া দেশটির ইনডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যেও সকাল ৬টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় কিছু রাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
দেশটির মেইন রাজ্যের প্রায় সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে সকাল ৬টায়। তবে দেশটির যেসব শহরের ভোটকেন্দ্রে ভোটার ৫০০ জনের কম রয়েছে, সেসব এলাকার ভোটকেন্দ্র স্থানীয় ১০টায় খুলে দেওয়া হবে।
এর আগে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি ভোটকেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার মধ্যরাতের পরপরই ওই ভোটকেন্দ্রে নিবন্ধিত ছয়জন ভোটার নির্বাচনে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট শেষে গণনায় দেখা গেছে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন।
ভারমন্টে ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভারমন্টের গ্রিন মাউন্টেন এলাকায় ভোর ৫টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আজ রিপাবলিকান দলীয় সাব্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিসের মাঝে যেকোনও একজনকে বেছে নেবেন মার্কিন ভোটাররা।
এএ/

Share your comment :