চাঁবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

চাঁবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

বাংলাকন্ঠ রিপোর্ট:
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ যোগদান করেছেন। শনিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চাঁদপুরের অস্থায়ী ক্যাম্পাসে তিনি যোগদান করেন।
যোগদানের পরই উপাচার্য ১৭ নভেম্বর থেকে পুনরায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপাচার্য পদে নিয়োগ পাওয়ায় পেয়ার আহমেদ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট সকলের প্রতি এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অসামান্য অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে উপাচার্য সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর সঙ্গে পরিচিত হয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সুবিধা এবং অসুবিধা নিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজের তালিকা তৈরি করেন।
উপাচার্য তার বক্তব্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রদানের লক্ষে উচ্চতর জ্ঞানসম্পন্ন এবং অধিকতর দক্ষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের মতামত নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণাকে উৎসাহিত করার পরিকল্পনা উপস্থাপন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন এবং তাদের সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এসময় তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, ‘আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়কে দেশের গর্ব হিসেবে গড়ে তুলব।’
উপাচার্যের যোগদান অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন।

Share your comment :