যুদ্ধের ডামাডোলে বিয়ে করেলেন গাজার দুই চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক :
গাজায় বোমা পড়ছে, গুলি ছুড়ছে মুহুমুহু এরই মধ্যে বিয়ের সাঁনাই বাজালেন দুই চিকিৎসক। তবে কোন সাঁনাই আর বাজেনি, স্টেথেস্কোপ হাতেই বিয়ে করলেন তারা।
আল-শিফা হাসপাতালের চিকিৎসক থায়ের দাবাবেশ ও আসমা জাবের। তাদের বিয়ে হওয়ার কথা ছিল সেই নভেম্বরে। কিন্তু ততদিনে যুদ্ধ শুরু হয়ে গেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। কিছুদিনের মধ্যেই লড়াই থামবে এ আশায় স্থগিত করা হয় তাদের বিয়ে। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও লড়াই থামার নাম নেই। তাই নিজেদের কর্মস্থলেই অনাড়ম্বর বিয়ে সেরে নিয়েছেন তারা। খবর মিডলইস্টমনিটরের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, থায়ের দাবাবেশ ও আসমা জাবেরের বিয়ে হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বর মাসে। কিন্তু ইসরাইলি হামলায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এ বিয়ে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু পাঁচ মাস পাড় হয়ে গেলেও থামছে না ইসরাইলের হত্যাযজ্ঞ। এমন অবস্থায় হাসপাতালেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।গাজা সিটির পশ্চিমে অবস্থিত ওই হাসপাতালে তাদের বিয়ে হয়। বিয়েতে অংশ নিতে পারেননি আসমার পরিবার। তারা প্রাণ বাঁচাতে গাজার দক্ষিণ দিকে পালিয়ে গেছেন।
এআর-১৪/৩/২৪
Share your comment :