বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পঞ্চগড় প্রতিনিধি:
ভারতে লোকসভা নির্বাচনের কারণে দেশের উত্তরের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে। একইসঙ্গে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও শুরু হয়েছে।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের কারণে ১৭ ও ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকে। তিন দিন পর শনিবার সকালে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতের লোকসভা নির্বাচন কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আজ ২০ এপ্রিল সকাল থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী জানান, দুই দেশের আমদানি-রপ্তানির সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার আজ সকাল থেকে আবার চালু হয়েছে।

এআর-২০/০৪/২৪

Share your comment :