জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুব উদ্দিনকে অব্যাহতি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুব উদ্দিনকে অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির পদ থেকে এ এম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হিসেবে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের কথা বলা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই অব্যাহতির কথা জানানো হয়েছে। চিঠিতে গতকাল শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের কথা উল্লেখ আছে। বিষয়টি নিয়ে মাহবুব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন সভাপতি পদে নির্বাচিত হন। এ নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল, মারধর, মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

বিএনপিপন্থী আইনজীবী ফোরাম ভোট জালিয়াতি, কারচুপি ও মনগড়া ফলাফলের অভিযোগ করে। এ ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের আসামি করে মামলা হয়, গ্রেপ্তার করা হয়।

এ পরিস্থিতিতে বিজয়ী সভাপতি পদ ছাড়া আরও তিনজন সদস্যকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমিতির এ মেয়াদে দায়িত্ব গ্রহণ না করার আহ্বান জানায়। কিন্তু মাহবুব উদ্দিন দায়িত্ব নেন। এ ছাড়া তিনি ফোরামের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী আইনজীবীদের এ ফোরাম। এর প্রেক্ষাপটে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।

এআর-২১/০৪/২৪

Share your comment :