পুরো পৃথিবীর মুক্তিকামী জনতার জন্য ৭ মার্চের ভাষণ প্রাসঙ্গিক : খালিদ মাহমুদ

পুরো পৃথিবীর মুক্তিকামী জনতার জন্য ৭ মার্চের ভাষণ প্রাসঙ্গিক : খালিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :

পুরো পৃথিবীর মুক্তিকামী জনতার জন্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পৃথিবীর কোনো ভাষণের সঙ্গেই বঙ্গবন্ধুর ভাষণের তুলনা নেই। ১৯৭১ সালের ৭ মার্চ  বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। রেসকোর্স মাঠের বাইরেও উন্মাদনা ছিল। বঙ্গবন্ধু অক্ষরে অক্ষরে নির্দেশনা দিয়ে গেছেন।  

তিনি বলেন, ৭ মার্চের মঞ্চ এক দিনে তৈরি হয়নি। হাজার বছরের বঞ্চনার মঞ্চ ৭ মার্চ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এত শক্তিশালী যে, সামরিক জান্তারা এ ভাষণ বাজানোর দায়ে মানুষকে হত্যা করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন চালিয়েছিল। মাইক ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিয়েছিল। কাউকে মাইক ভাড়া দেওয়া হতো না।  

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র চন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল করিম সাবু, মেজর (অব.) হাফিজুর রহমান প্রমুখ।

Share your comment :